গত ৩০ জানুয়ারী, ২০২৪ তারিখে ওলিওর Annual Performance Award অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের সেরা ১০ কর্মীকে এদিন Outstanding Contributor 2023 হিসেবে পুরস্কৃত করা হয়। টেকনিক্যাল সাপোর্ট টিম থেকে আমি এই পুরস্কার অর্জন করি।
বছরের শেষ ১০০ দিন এসে গেছে। আগামী শনিবার ২৩ সেপ্টেম্বর থেকে এই বছর শেষ হতে ১০০ দিন বাকি থাকবে। এই বছর চ্যালেঞ্জ প্ল্যান একটু আলাদাভাবে সাজিয়েছি। মোট ১০টি ক্যাটাগরীতে কাজগুলোকে ভাগ করেছি।