Ollyo Annual Tour 2024 এ ওলিও টিম ঘুরে এলাম কক্সবাজার থেকে। ১৬ ডিসেম্বর ঢাকা থেকে যাত্রা শুরু করে ১৯ ডিসেম্বর দুপুরে আমরা ঢাকায় ফিরে আসি। ৩ রাত/৪ দিনের এই আনন্দভ্রমণের উল্লেখযোগ্য অংশ তুলে ধরব এই লেখায়।
কয়েক মাস থেকেই বাসায় একটা ডেস্কটপ সেটআপ করতে চাচ্ছিলাম বউয়ের জন্য। আল্লাহর অশেষ রহমতে জানুয়ারী মাসে বাড়তি কিছু টাকা আসে অফিস থেকে। তাই মিলিয়ে সংসারের খরচ সামলে আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হওয়া কাজটি সহজ করে ফেললাম। বাসায় একটা ব্লুটুথ কীবোর্ড ছাড়া আর কিছু নাই। তাই সেটআপের জন্য আমার প্রয়োজন ছিল সিপিউ, মনিটর, মাউস, ডেস্ক এবং চেয়ার। লাখ টাকা বাজেটের মধ্যে সিপিউ বিল্ড করার জন্য বিভিন্ন সেটআপ দেখতে লাগলাম স্টারটেক, রায়ান্সসহ কম্পিউটার কম্পোনেন্ট সেল করে এমন সাইটগুলোতে। পিসি বিল্ডার বাংলাদেশের ইউটিউব চ্যানেলেও বিভিন্ন বাজেটের বিল্ড দেখতে লাগলাম। সব মিলিয়ে লাখ টাকার উপরে হয়ে যাচ্ছিল ডেস্ক ও চেয়ার ছাড়াই। তাছাড়া উইন্ডোজ মার্কেটের এত অপশন যে চয়েজ করতে হিমশিম খাচ্ছিলাম কীভাবে বাজেটে সব কিছু মিলিয়ে এই জানুয়ারী মাসে নিব। এমন সময় নভেম্বরে এল Mac Mini M4 এর ঘোষণা। অ্যাপল বেজ ভেরিয়েন্টে ১৬ জিবি র্যাম দিয়ে ৫৯৯ ডলার দাম ঠিক করল। ব্যস আমার কনফিউশন এবার চরমে।
এই বছর আমি খুবই আশাবাদী ছিলাম চ্যালেঞ্জের সবগুলো ধাপ সম্পন্ন করার ব্যাপারে। কিন্তু বরাবরের মতোই কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এই বছরের 100 Days Challenge এর সার্বিক ফলাফল সবার সাথে শেয়ার করছি।
২০২০ সাল থেকে আমি 100 Days Challenge পালন করে আসছি। পঞ্চম বছরের 100 Days Challenge এর সূচনা পোস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ২৩ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১০০ দিন এই চ্যালেঞ্জ চলবে। এই বছর চ্যালেঞ্জে কাজগুলোকে মোট ১০টি ক্যাটাগরীতে ভাগ করেছি।