ভালোবাসার ৩৬৬ তম দিনে
তোমার জন্য লিখতে বসে ছোট প্রেমের কবিতা,
ফুরিয়ে যায় আমার সব কবিতার খাতা।
কীভাবে বলব তোমায় কত ভালোবাসি,
তোমায় ভেবে কেটে যায় আমার দিবানিশি।
যত্নে তোমায় আগলে রাখি এই বুকেরই মাঝে,
দেখা হলেই তুমি কেবল মুখটা লুকাও লাজে।
দেখলে তোমায় দূর হয়ে যায় দুঃখ, ক্লান্তি, ভয়,
তোমার হাতে হাত রেখে কেটে যায় সময়।
এক আকাশ মায়া নিয়ে দাঁড়ালে দুয়ারে আমার,
নিমিষেই গলে যায় যত অভিমানের পাহাড়।
অজানা সুখের হাতছানিতে মন হয় অস্থির,
তোমায় নিয়ে বাঁধব আমাদের শান্তির নীড়।
তোমায় ছেড়ে যাবনা কখনো দূরে,
তুমি যে আছো আমার পুরোটা জুড়ে।
চোখের পলকে গেল কেটে ভালোবাসার প্রথম বছর,
কখনো থেমে না যাক দুজনের এই সফর।
ভালোবাসার ৩৬৬ তম দিনে
তোমার জন্য শুভকামনা,
আমার প্রিয়তমা!