এই বছর আমি খুবই আশাবাদী ছিলাম চ্যালেঞ্জের সবগুলো ধাপ সম্পন্ন করার ব্যাপারে। কিন্তু বরাবরের মতোই কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এই বছরের 100 Days Challenge এর সার্বিক ফলাফল সবার সাথে শেয়ার করছি।
২০২০ সাল থেকে আমি 100 Days Challenge পালন করে আসছি। পঞ্চম বছরের 100 Days Challenge এর সূচনা পোস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ২৩ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১০০ দিন এই চ্যালেঞ্জ চলবে। এই...
বছরের শেষ ১০০ দিন এসে গেছে। আগামী শনিবার ২৩ সেপ্টেম্বর থেকে এই বছর শেষ হতে ১০০ দিন বাকি থাকবে। এই বছর চ্যালেঞ্জ প্ল্যান একটু আলাদাভাবে সাজিয়েছি। মোট ১০টি ক্যাটাগরীতে কাজগুলোকে ভাগ করেছি।