ঘরে এল ম্যাক মিনি

কয়েক মাস থেকেই বাসায় একটা ডেস্কটপ সেটআপ করতে চাচ্ছিলাম। আল্লাহর অশেষ রহমতে জমানো কিছু টাকা ও কিছু ঋণ করে আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হওয়া কাজটি সাহস নিয়ে সম্ভব করেই ফেললাম। বাসায় একটা ব্লুটুথ কীবোর্ড ছাড়া আর কিছু নাই। তাই সেটআপের জন্য আমার প্রয়োজন ছিল সিপিউ, মনিটর, মাউস, ডেস্ক এবং চেয়ার। লাখ টাকা বাজেটের মধ্যে সিপিউ বিল্ড করার জন্য বিভিন্ন সেটআপ দেখতে লাগলাম স্টারটেক, রায়ান্সসহ কম্পিউটার কম্পোনেন্ট সেল করে এমন সাইটগুলোতে। পিসি বিল্ডার বাংলাদেশের ইউটিউব চ্যানেলেও বিভিন্ন বাজেটের বিল্ড দেখতে লাগলাম। সব মিলিয়ে লাখ টাকার উপরে হয়ে যাচ্ছিল ডেস্ক ও চেয়ার ছাড়াই। তাছাড়া উইন্ডোজ মার্কেটের এত অপশন যে চয়েজ করতে হিমশিম খাচ্ছিলাম কীভাবে বাজেটে সব কিছু মিলিয়ে এই জানুয়ারী মাসে নিব। এমন সময় নভেম্বরে এল Mac Mini M4 এর ঘোষণা। অ্যাপল বেজ ভেরিয়েন্টে ১৬ জিবি র্যাম দিয়ে ৫৯৯ ডলার দাম ঠিক করল। ব্যস আমার কনফিউশন এবার চরমে।
এমনিতে অফিসে ম্যাকবুক এয়ার এবং ব্যক্তিগত মুঠোফোন হিসেবে আইফোন ব্যবহার করায় অ্যাপল ইকোসিস্টেম নিয়ে ধারণা আছে। কিন্তু আমি পিসি নিতে চাচ্ছিলাম আর আইম্যাক সাধ্যের বাইরে। ম্যাক মিনির M2 ভ্যারিয়েন্টের দাম হিসাব করে দেখলাম বাকি সব কিছু মিলিয়ে ১ লাখে সম্ভব হয় না। আবার র্যাম ৮ জিবি ও স্টোরেজ হিসেবে ২৫৬ জিবি কম মনে হচ্ছিল। কিন্তু ম্যাক মিনি M4 ১৬ জিবি র্যাম দিয়ে শুরু হওয়ায় সেম বাজেটে উইন্ডোজের সাথে ভালোই প্রতিদ্বন্দ্বিতা শুরু করল। তাই ভাবলাম বাজেট কিছুটা বাড়িয়ে ম্যাক মিনি নিয়ে নেব।
ম্যাক মিনির ঘোষণা আসার পর পরই দেশের বাজারে প্রি অর্ডার নেয়া শুরু করল দেশীয় প্রতিষ্ঠানগুলো। ব্যক্তিগতভাবেও অনেকে বাইরে থেকে এনে দিচ্ছিলেন কিছুটা বেশি দামে। আমি তখন দিন গুনছিলাম আর ভাবছিলাম জানুয়ারিতে কিছুটা দাম হয়তো কমবে ও রেডি স্টক পাওয়া যাবে। ম্যাক মিনি নেব ঠিক হওয়ার পরে আমি মনিটর দেখতে লাগলাম। মনিটরের দাম দেখে তো চোখ কপালে ওঠার অবস্থা। বর্তমানে দেশের বাজারে FHD মনিটরের সাথে 2K মনিটরের দামের পার্থক্য লক্ষণীয়। এদিকে ম্যাক মিনির প্রতি সম্মান রেখে FHD মনিটর নিতে চাচ্ছিলাম না। ফাইনালি সব স্পেসিফিকেশন মিলিয়ে ২৩.৮ ইঞ্চির LG 24QP750-B মনিটরটি পছন্দ করলাম। বাসায় A4Tech এর Fstyler FBK25 কীবোর্ড ছিল যেটি ২.৪জি ছাড়াও ৩টি ব্লুটুথ ডিভাইসে কানেক্ট করা যায়। তাই আরেকটি কীবোর্ড নেয়ার কথা আপাতত ভাবিনি। মাউস হিসেবে ঠিক করলাম A4Tech এর Fstyler FB35C। মাউসটিতে ২.৪জি ছাড়াও ২টি ব্লুটুথ ডিভাইসে কানেক্ট করা যাবে। বাজেট সংকুলানের জন্য স্পিকার বা ওয়েবক্যাম নিলাম না। তবে ম্যাক মিনির বিল্ট-ইন স্পিকার আমার কাছে ভালোই লেগেছে।

ছবিঃ Mac Mini M4 16/256 GB

ছবিঃ রুমের থাই পার্টিশন দরজা

ছবিঃ মনিটর নিয়ে চুলচেরা বিশ্লেষণ
ডিভাইসগুলোর পাশাপাশি ডেস্ক ও চেয়ার দেখছিলাম। পুরনো একটা Gamdias Achilles E1 L গেমিং চেয়ার আছে আমার। সেটাই আব্বু-আম্মুর বাসা থেকে এনে আমার বাসায় সেট করব ভাবলাম। কিন্তু ডেস্ক একটা নেয়া দরকার। ডেস্ক বিল্ডার বাংলাদেশ, ফিটম্যান ক্রাফট, ডিজাইন স্টুডিও, গ্রিডসহ ফেসবুকের অনেক পেইজে কম্পিউটার টেবিল দেখলাম অনলাইনে। অবশেষে গ্রিডের Industrious Work Desk এক্সিকিউটিভ সাইজটা বেছে নিলাম। এতে আমি আর বউ দুইজনই পাশাপাশি বসার মতো স্পেস পাব। গ্রিডের বনানী অফিসে গিয়ে সরেজমিনে দেখে অর্ডার করে আসলাম। ওরা ৩/৪ দিন পরে বাসায় এসে ফ্রি ডেলিভারী এবং ইন্সটলেশন করে দিল। ডেস্কে কাজ করার সময় যাতে বাসার বিড়ালগুলো টেবিলে উঠতে না পারে তার জন্য কী করব ভেবে পাচ্ছিলাম না। যারা বিড়াল পালেন তারা এই মধুর সমস্যা সম্পর্কে অবগত আছেন। আপনার পোষা বিড়াল সবসময় আপনার কাছে কাছে থাকতে চায় এবং টেবিল, কীবোর্ডের উপর উঠে বসে থাকে। তখন কাজ করা মুশকিল হয়ে যায়। তাছাড়া লাফ দিয়ে উঠতে গিয়ে মনিটর ফেলে দেয় কি না। তাই মনিটর আর্ম নেয়ার চিন্তা করেছিলাম। পরবর্তীতে আরেকটা ভালো বুদ্ধি আসে বউয়ের মাথায়। রুমের দরজায় থাই নেটের পার্টিশন দিয়ে রাখা। তাহলে আলো বাতাস পাস করবে কিন্তু ওরা রুমে ঢুকতে পারবে না। তারপর মিস্ত্রি ডেকে এটাই বাস্তবায়ন করলাম।

ছবিঃ মনিটরের সাথে উপহার পাওয়া আয়রন ম্যান গেমিং মাউস

ছবিঃ A4Tech Freestyler FB35C Mouse

ছবিঃ OTG Adapter
মনিটর ও মাউসের দাম রায়ান্সে একটু বেশি দেখে স্টারটেক বা টেকল্যান্ড থেকে নিব ঠিক করলাম। যথারীতি ১১ তারিখ শনিবার টেকল্যান্ড ফোন দিয়ে ওদের কাছে স্টক আছে এটা কনফার্ম হলাম। কিন্তু ম্যাক মিনি রেডি স্টক এবং দামে কম কোথাও পাচ্ছিলাম না। পরে যমুনা ফিউচার পার্কে সরেজমিনে গিয়ে দেখার সিদ্ধান্ত নিলাম। সহকর্মী নুর আলমকে নিয়ে মার্কেটে গেলাম। মার্কেটে অফিশিয়াল ও আনঅফিশিয়াল মিলিয়ে প্রায় ১০ হাজার টাকার ব্যবধানে ম্যাক মিনি M4 ১৬/২৫৬ জিবি পাওয়া যাচ্ছে। একটি দোকানে সর্বনিম্ন দামে পেলাম তবে স্টক এখন নেই। ১২ তারিখ রবিবার পাওয়া যাবে। তাই না নিয়েই ফিরে এলাম এবং পরদিন আবার যাওয়ার সিদ্ধান্ত নিলাম। নুরকে নিয়ে রবিবার সকালে প্রথমেই চলে গেলাম টেকল্যান্ড উত্তরা ব্রাঞ্চে। সেখান থেকে মনিটর কিনলাম এবং মনিটরের সাথে একটা ওয়্যারসহ গেমিং মাউস উপহার পেলাম। তবে মাউসের স্মোকি গ্রে কালারটা পেলাম না। রাস্তার ওপারেই স্টারটেকের উত্তরা আউটলেট থাকায় সেখানে গেলাম এবং সেখান থেকে পছন্দের রঙের মাউসটি নিয়ে নিলাম। সিএনজিতে করে বাসায় ফেরার পথে নুরকে ওর বাসার কাছে নামিয়ে দিলাম। এবার যমুনায় যাবার পালা। ম্যাক মিনি খুবই কমপ্যাক্ট সাইজের হওয়ায় সহজেই ব্যাগে বহন করা যায়। আরেক সহকর্মী আল ইমরানকে নিয়ে আমার বাইকে করে রওয়ানা দিলাম মার্কেটের উদ্দেশ্যে। কম দামের জন্য যেই দোকান থেকে নিতে চেয়েছিলাম সেখানে স্টক পেলাম না। পরে কাস্টম ম্যাক বিডি থেকে তুলনামূলক দামে রেডি স্টক নিয়ে নিলাম। নেয়ার সময়ই ভাবছিলাম কীভাবে সেটআপ করব। প্রাথমিকভাবে সেট আপ করার জন্য ইনপুট ডিভাইস দরকার। এদিকে আমার মাউস, কীবোর্ড দুইটাই ওয়ারলেস। USB ২.৪জি Dongle থাকলেও ম্যাক মিনি অন করেই তো কানেক্ট করা যাবে না কারণ ম্যাক মিনিতে USB A পোর্ট নাই। দোকানে জিজ্ঞেস করাতে ওরা USB হাব নেয়ার পরামর্শ দিল। প্রাথমিক সেটআপের কাজ ছাড়া হাবের প্রয়োজনীয়তা নেই তাই হাব নিতে চাচ্ছিলাম না। পরে একটি পোর্টেবল OTG এডাপ্টার নিয়ে নিলাম।



সব মিলিয়ে খরচ হলো নিম্নরূপঃ
Mac Mini M4 16/256 GB | ৮০০০০ টাকা |
LG 23.8 inch 24QP750-B QHD IPS Monitor | ৩৭০০০ টাকা |
A4Tech FStyler FBK25 Bluetooth Keyboard | ১৬০০ টাকা |
A4Tech FStyler FB35C Bluetooth Mouse | ১৫৫০ টাকা |
Grid 5 feet Industrious Work Desk | ৭০০০ টাকা |
Orico Portable OTG Adapter | ৪০০ টাকা |
Thai Partitioned Door | ৫৫০০ টাকা |
মোট | ১,৩৩,০৫০ টাকা |
একটা তৃপ্ত মন নিয়ে বাসায় ফিরে এলাম। ম্যাক মিনি সেটআপের জন্য আর তর সইছিল না। ম্যাক মিনিতে ওয়্যারসহ মাউসটা কানেক্ট করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতেই ব্লুটুথ অন করার অপশন পেয়ে গেলাম এবং কীবোর্ড কানেক্ট করলাম। খুব সহজেই সেটআপ করে ফেললাম ম্যাক মিনি। আশা করি সামনের দিনগুলোতে ম্যাক মিনি প্রযুক্তিগতভাবে জীবনকে সহজ করবে।

ছবিঃ সহকর্মী নুর এবং ইমরানের সাথে অফিসে একটি পুরনো ছবি। পিসি সেটআপ নিয়ে আমাকে সহযোগিতা করার জন্য তোমাদের ধন্যবাদ।
“Be happy with what you have while working for what you want.”
– Helen Keller